![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F03%2Fnetrakona-pic-dhan-chal-croy-03.01.jpg%3Fitok%3DmcvudR2P)
নেত্রকোনায় আমন ধান-চাল ক্রয় উদ্বোধন
হাওড়-বাওড় ধানের জেলা নেত্রকোনায় কয়েক দফা বন্যার পরও আমনের ব্যাপক আবাদ হয়েছে এবার। সেইসঙ্গে ধানের ফলনও ভালো হয়েছে। এদিকে, জেলার ১০ উপজেলায় সরকারিভাবে ধান ও চাল কেনা শুরু হয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আবদুর রহমান সদর খাদ্য গোদামে আজ রোববার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জয়নুল আবেদীন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা রায়, কারিগরি খাদ্য পরিদর্শক এস এম সালাউদ্দিন জুয়েল,
- ট্যাগ:
- বাংলাদেশ
- উদ্বোধন
- আমন ধানের বাম্পার ফলন