৫৫ হাজার রোহিঙ্গা প্রশ্নে আপাতসমাধানের কথা ভাবছে সরকার
সৌদি আরবে অবস্থানরত প্রায় ৫৫ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া বা ফেরত পাঠানোর বিষয়ে এখনো অনড় দেশটি। এ অবস্থায় কিছু রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়ে হলেও একটা আপাতসুরাহা করা যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা চলছে। সৌদি কর্তৃপক্ষের কাছে এসব রোহিঙ্গার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হবে বলেও জানা গেছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি সুরাহার জন্য সরকার সম্প্রতি একটি আন্তমন্ত্রণালয় কমিটি করেছে। ওই কমিটি গত সপ্তাহে তৃতীয় সভা করেছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সমস্যা সমাধানের নানা উপায় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।