চালকল মালিকদের সঙ্গে সরকারও পারছে না!
দেশের চালের বাজারে চালকল মালিক তথা মিলারদের রাজত্ব চলছে। এদের দৌরাত্ম্যে সরকারের কোনও উদ্যোগই চালের বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না। সরকারের আবেদন, অনুরোধ, হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়িয়ে চলেছে চালের দাম।
বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম যৌক্তিক পর্যায়ে আনতে দেরিতে হলেও সরকার আমদানি করা চালের শুল্ক কমিয়েছে। তারপরও গত এক সপ্তাহে এর কোনও প্রভাব পড়েনি বাজারে। উল্টো দাম বেড়েছে।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে (২৮ ও ২৯ ডিসেম্বর) চিকন চালের দাম ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে প্রতি কেজি ৬০ থেকে ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাইজাম ও লতাশাইলের দাম ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে প্রতি কেজি ৫৩ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই দাম বাড়ার আগের দিন ২৭ ডিসেম্বর আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছিল।