শায়েস্তাগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে নারী শ্রমিকরা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।শায়েস্তাগঞ্জ উপজেলার বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে অলিপুরে। যা ‘অলিপুর শিল্পাঞ্চল’ হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হাজার হাজার শ্রমিকের এখানে আসা-যাওয়া।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানি ছুটির সময়টিকেই মোক্ষম সময় হিসেবে বেছে নেন ছিনতাইকারী। ইদানীং শীত আর কুয়াশা বেড়ে যাওয়ায় এর সুযোগ নিচ্ছেন তারা। এ সুযোগে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর পুরাতন রেলগেট, স্কয়ার গেট, পুরাসুন্দা, সুতাং বাছিরগঞ্জ, নুরপুর, নতুন ব্রিজ এসব পয়েন্টে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।