গাজীপুর সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের সাহায্যে ১১টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে যন্ত্র ব্যবহার করে ভেঙে দিয়েছে এবং প্রতিটি ইটভাটার মালিককে ছয় লাখ টাকা করে জরিমানা করেছে। এটি একটি সুখবর। কারণ, পরিবেশ অধিদপ্তর ঠিক কাজ করেছে; যা এই দেশে সচরাচর করা হয় না।
অবশ্য এ ক্ষেত্রেও লক্ষণীয় বিষয় হলো, এই অবৈধ ইটভাটাগুলোতে দীর্ঘ সময় ধরে পরিবেশের জন্য ক্ষতিকর পন্থায় ইট উৎপাদন করা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও সক্রিয়তা থাকলে আরও আগেই এগুলো অবৈধ হিসেবে শনাক্ত হতো এবং ভাঙা পড়ত। তবে কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো। সেই অর্থে এটা একটা সুখবরই বটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.