কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৫ বছরের মধ্যে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার নববর্ষ

বাংলা ট্রিবিউন দিল্লি, ভারত প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ১৭:৫১

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র কুয়াশা ও শীত জেঁকে বসেছে। শুক্রবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয়েছে সাফদারজং পর্যবেক্ষণ কেন্দ্রে। এর আগে ২০০৬ সালের আট জানুয়ারি শহরটিতে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লিতে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস গত বছর রেকর্ড করা হয়।আইএমডি’র আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল ছয়টায় সাফদারজং ও পালাম-এ দৃষ্টিসীমা শূন্য মিটারে নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও