মাতৃভাষায় বই পেল রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৭ হাজার শিক্ষার্থী
নিজ মাতৃভাষায় বই পেয়েছে রাঙামাটির চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ২৭ হাজার শিক্ষার্থী। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
এবার জেলার প্রায় এক লাখ ৭৩ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় ১৩ লাখ ৫৬ হাজার বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের ২৭ হাজার ৫৯১ শিক্ষার্থীর মাঝে ৬২ হাজার ৩৯১টি বই বিতরণ করা হয়েছে।