
দুই হাত অকেজো, পা দিয়ে লিখে বিসিএস পরীক্ষা দিলেন শারমিন
প্রথম আলো
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২৩:২৪
বেঞ্চে দুই পা তুলে ডান পা দিয়ে লেখেন শারমিন আক্তার। কলমে বেশ খানিকটা ভর দিয়ে, কিছুটা ধীরে লিখতে হয়। পা দিয়ে লিখেই আজ শুক্রবার ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা দিলেন তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জের শারমিন আজ পরীক্ষা দিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে। সকাল ৯টার দিকে কলেজের সামনে বসেই কথা হলো শারমিনের সঙ্গে।
জন্ম থেকেই শারমিনের দুই হাত অকেজো। লিকলিকে দুটো হাত এবং বাঁকানো হাতের তালু থাকলেও তা দিয়ে কিছু ধরতে পারেন না তিনি। কোনো শক্তি নেই দুই হাতে। ওড়না দিয়ে ঢেকে রাখেন হাত। চট করে দেখলে কেউ বুঝতে পারবে না শারমিনের সমস্যা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিসিএস পরীক্ষা