ওসমানী উদ্যান: ঢাকার ‘ফুসফুসে’ আবার স্থাপনা

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:৫১

রাজধানী ঢাকার ব্যস্ত এলাকা গুলিস্তানের পাশে এক টুকরা সবুজ নিয়ে আছে ওসমানী উদ্যান; উন্নয়নের জন্য সেখানে একটি প্রকল্পের কাজ চলছে, যা নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদীদের। তার মধ্যে এখন আরেকটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা পরিবেশবাদীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।


ওসমানী উদ্যানকে ‘ঢাকার ফুসফুসও’ বলা হয়। সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উন্নয়ন প্রকল্পের আওতায় নানা অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, যা এখনো অসমাপ্ত। ফলে উদ্যানটি পরিণত হয়েছে কংক্রিটের জঞ্জালে। অন্তর্বর্তী সরকারের আমলে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে। এতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা।


স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সিটি করপোরেশনের মাধ্যমে এর নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্তম্ভ নির্মাণের কাজ শুরু হবে।


উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তিকে স্মরণে রাখার জন্য বড় সব পার্কেই বিভিন্ন স্থাপনা আছে। যেমন সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ার ও স্বাধীনতা জাদুঘর, জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে সমাধি ও মিনার আছে।’


স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমান উন্নয়ন পরিকল্পনায় যে স্থানটি শিশুদের খেলার জায়গা হিসেবে ঠিক হয়েছে, সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩ আগস্ট জায়গাটি নির্মাণকারী ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদার ইতিমধ্যে পাইলিং (স্থাপনা নির্মাণের জন্য মাটির ভিত্তি শক্ত করা) শুরু করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও