১৯৯২ সালে কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি গঠিত হয়। এতে সভাপতি হন রুহুল কবির রিজভী এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন এম ইলিয়াস আলী। প্রথম নির্বাচিত এই কমিটি গঠনের কয়েক মাসের মধ্যে ভেঙে দেওয়া হয়। এর ২৭ বছর পর আবার সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি হয় ২০১৯ সালে। সরাসরি ভোটে ছাত্রদলের সভাপতি হন ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন। এই কমিটি কাজ করছে এক বছরেরও বেশি সময়।
অন্যতম বৃহৎ এই ছাত্র সংগঠনটির নেতারা বলছেন, ভোটে নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কাজে গতি ফিরিয়েছেন। সংগঠনকে বিকেন্দ্রীকরণ করতে পেরেছেন। কিন্তু ছাত্রদলের অভ্যন্তরীণ ‘উপদলীয় কোন্দল’ এবং ছাত্রদল নিয়ে কেন্দ্রীয় নেতাদের একই ধরনের কোন্দলের কারণে ধুঁকছে সংগঠনটি৷ ফলে সাংগঠনিক কাজ পরিচালনা যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের ভূমিকা তেমন জোরালো হচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.