'আনফিট' ওয়ার্নারকে ঝুঁকিতে ফেলছে জিততে মরিয়া অস্ট্রেলিয়া!
দ্বিতীয় টেস্টে ভারত জয় পাওয়ায় সিরিজে এখন ১-১ সমতা। বাকি আছে দুই টেস্ট। সিডনিতে অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্ট জিততে মরিয়া হয়ে আছে অস্ট্রেলিয়া। এ কারণেই কি তারা ডেভিড ওয়ার্নারকে ঝুঁকিতে ফেলে দিল? অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অন্তত তাই মনে করছেন। চোট আক্রান্ত ওয়ার্নার এখনো পুরোপুরি সুস্থ নন। তাই তাকে সিডনি টেস্টে খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ম্যাকডোনাল্ড মনে করেন।
আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। অ্যাডিলেড ও মেলবোর্নে ওয়ার্নারের অনুপস্থিতিতে অজি ব্যাটিং ধুঁকেছে। দুই ওপেনার জো বার্নস ও ম্যাথু ওয়েড সে ভাবে ভরসা দিতে পারেননি দলকে। স্টিভেন স্মিথ পুরোপুরি অফ ফর্মে আছেন। লাবুশানের ব্যাটও কথা বলছে না। ৪ ইনিংসের পর দলের সর্বাধিক স্কোর ২০০। এই পরিস্থিতিতে কুঁচকির পেশির চোট সারিয়ে ফেরার অপেক্ষায় থাকা বাঁ-হাতি ওপেনারের উপর ভরসা রাখতে চাইছে অস্ট্রেলিয়া।