সারাদেশে র্যাবের বিশেষ অভিযান, ছয় ‘জঙ্গি’ আটক
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলামের’ ছয় সদস্যক আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- মো. শাকিল ইসলাম(১৯), মো. আশিকুর রহমান (১৮), আবু মো. ওবায়দুল্লাহ (১৭), মো. তৌকির হোসেন (১৬), আরাফাত হোসেন নাঈম (১৯), আফসানুর রহমান রুবেল (৩১)।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ‘আনসার আল-ইসলামের’বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাব-৪ পৃথক তিনটি অভিযানিক দল ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ ছয় সদস্যকে আটক করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে