ফের পারস্য উপসাগরে বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র
পারস্য উপসাগরের আকাশে আবারো মার্কিন সামরিক বাহিনী দুটি বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র তিন সপ্তাহ আগে পেন্টাগন এই উসকানিমূলক তৎপরতা চালালো। খবর পার্সটুডে।
আমেরিকার নর্থ ড্যাকোটার মিনোট এয়ার ফোর্স সামরিক ঘাঁটি থেকে বিমান দুটি ওড়ে এবং পারস্য উপসাগরের পশ্চিমাঞ্চলে টহল দেয়ার পর তা আবার আমেরিকার দিকে ফিরে যায়। আমেরিকার এ বি-৫২ বোমারু বিমান পরমাণু বোমা বহন করতে সক্ষম।