থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
ইংরেজি বছরের শেষ রাত থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে অপ্রত্যাশিত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন নয়, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নজরদারি করছেন। গুলশান-বনানী-বারিধারা এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া থার্টিফার্স্টের রাতে ওই এলাকায় বহিরাগত কাউকে ঢুকতে দেয়া হবে না।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে নতুন বছর উদযাপিত হবে। এ বছর কোনো আনুষ্ঠানিকতা উদযাপনে থাকছে না। কোনো উন্মুক্ত স্থানে থাকছে না অনুষ্ঠান।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারায় প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অনেককে।