দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে যেকোনো উদযাপনে ‘স্বাস্থ্যবিধি মেনে’ চলার যে কথা বলা হচ্ছে, নতুন বছরের প্রথম রাত বা থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকেও একই নির্দেশনা থাকছে।
এছাড়া উৎসব উদযাপনের নামে নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, পটকা, আতশবাজি ফোটানো, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালানোর বিষয়ে কড়াকড়িও থাকছে আগের মতো।
স্বরাষ্ট্রমন্ত্রী আাসাদুজ্জামান খাঁন কামাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের এক অনুষ্ঠানে নববর্ষ ঘিরে নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নে বলেন, নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে; সবকিছু আছে নজরদারিতে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থার্টিফার্স্ট রাতে উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোনো পার্টি করতে দেওয়া হবে না আর হোটেলে ডিজে পার্টির নামে কোনো কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.