
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীকে যানজটমুক্ত করতে ও রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড়ানো, যাত্রী উঠানামা বন্ধে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজটি কঠিন হওয়ার কথা নয়। এজন্য ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ করাই যথেষ্ট। বাস্তবে ট্রাফিক আইন মেনে চলা বা প্রয়োগ করা হচ্ছে না। গাড়িগুলো লেন মেনে চলছে না। ফিটনেসবিহীন যানবাহন চলছে। নিয়ম মেনে, নির্দিষ্ট গতিতে গাড়ি চলে না। রাস্তার মধ্যে গাড়ি থামিয়েই যাত্রী উঠানো-নামানো চলছে। যাত্রী-পথচারীরাও মানছেন না ট্রাফিক নিয়ম।