দুয়ারে মুখ্যমন্ত্রী! আদিবাসী গ্রামে মমতা, শুনলেন অভাব-অভিযোগ
অমিত শাহের ভোজন রাজনীতি নিয়ে প্রায় প্রতিদিনই কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার নিজেই পৌঁছে গেলেন শান্তিনিকেতনের কাছে এক আদিবাসী গ্রামে। তবে আগে থেকে কাউকে জানিয়ে নয়, একেবারে আচমকা। ঢুকলেন চায়ের দোকানে। খুন্তি হাতে রান্না করলেন নিজেই। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে খুশি সাধারণ মানুষ। জানালেন ছোটখাটো আবদারও।
বোলপুরের বল্লভপুরডাঙা গ্রাম। গ্রামের শেষ প্রান্তেই ছিল হেলিপ্যাড৷ বীরভূম সফর সেরে সেখান থেকে চপারে করে কলকাতায় পৌঁছনোর কথা ছিল মমতার। সেই মতো রওনা দিয়েছিলেন। কিন্তু হঠাৎই কনভয়ের রুট বদল। সটান ঢুকে পড়লেন বল্লভপুর গ্রামের ভিতরে। গ্রামে ঢোকার মুখে দেখা আদিবাসী বধূ মণি মুর্মুর সঙ্গে। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলতে শুরু করতেই আশপাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন অন্যরাও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরাও জানালেন তাঁদের পানীয় জল, শৌচালয়ের সমস্যার কথা। দ্রুত সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রীও। শুধু আশ্বাসই নয়, সঙ্গী অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিলেন, দ্রত সমস্যা মেটানোর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.