৩৫৬ বনাম ১৫৬, ধনখড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূলের
ভোটের আগে রাজ্যে ৩৫৬ ধারা জারি করে সরকার ভেঙে দেওয়ার হুজুগ জিইয়ে রেখেছে বিজেপি। তার মধ্যেই ১৫৬-র ১ উপধারা প্রয়োগ করে জগদীপ ধনখড়কে রাজ্যপাল পদ থেকে সরানোর পাল্টা দাবি তুলল তৃণমূল। রাজ্যপালের সঙ্গে তাদের সঙ্ঘাত এ বার সটান রাইসিনা হিলে গিয়ে পৌঁছল। এ বার আর সংযত হওয়ার বার্তা নয়, বরং সরাসরি ধনখড়কে অপসারণ করতে হবে বলে রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল তারা। তৃণমূলের অভিযোগ, প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করে চলেছেন রাজ্যপাল। যাবতীয় নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রকাশ্যে রাজ্যের সমালোচনা করে চলেছেন। ওই পদে থাকার যোগ্য নন তিনি।
মঙ্গলবার তৃণমূলের তরফে রামনাথ কোবিন্দের কাছে ৬ পাতার ওই স্মারকলিপি জমা দেওয়া হয়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় তাতে স্বাক্ষর করেন। কবে, কোথায় কী মন্তব্য করেছেন রাজ্যপাল এবং কী ভাবে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন, বিশদে তা তুলে ধরা হয়েছে ওই স্মারকলিপিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.