এবার পশ্চিমবঙ্গের বোলপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পাল্টা রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই রোড শোতে আবারও নোবেল-জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে হেনস্তার অভিযোগ নিয়ে সরব হলেন তিনি। মমতা বলেন, ‘কিছুদিন ধরে কুকথায় রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে আক্রমণ করা হচ্ছে। বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে।বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে। ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি হয়েছে।’ কয়েকদিন আগেই যে বোলপুরে অমিত শাহ’র রোড শোতে ভিড় উপচে পড়েছিল, সেই জায়গাতেই তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত। বীরভূমের রাঙামাটিতে পথ হাঁটলেন তিনি।