কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এ বার বহিরাগত দেখলেই থানায় অভিযোগ জানান’, নয়া কৌশল মমতার

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৯

ভোটের আগে ‘বহিরাগত’ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির অন্য রাজ্যের নেতাদের বহিরাগত বলে ক্রমাগত কটাক্ষ করে চলেছেন তৃণমূল নেতৃত্ব। আরও এক ধাপ এগিয়ে এ বার ‘বহিরাগত’দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরে পদযাত্রার পর মমতা বিজেপি নেতাদের বিরুদ্ধে বিশ্বভারতী নিয়ে ‘রাজনীতি’র অভিযোগও তুলেছেন মমতা।

জে পি নড্ডা, থেকে অমিত শাহ। তার সঙ্গে এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নেতা-মন্ত্রীরা এ রাজ্যে এসে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন। তৃণমূল নেতৃত্ব এ নিয়ে গোড়া থেকেই সরব। মমতার দলের অভিযোগ, এই নেতারা রাজ্যের কৃষ্টি-সংস্কৃতির কিছু না জেনে এখানকার মানুষকে বিভ্রান্ত করছেন। মুখ্যমন্ত্রী নিজে এবং তাঁর দলের নেতারা এঁদের বহিরাগত বলে আক্রমণ করেছেন। মঙ্গলবারও সেই সুরেই শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দেখবেন কিছু লোক এসে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। বলছেন, আমাদের ভোট দিন। কিন্তু কেউ তাঁদের কথা শুনছেন না। বলছেন, তৃণমূল আমাদের সব দিয়েছে, আপনাদের কেন ভোট দেব?’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও