![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsymon-20201228141940.jpg)
প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল নায়ক সাইমন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১৪:১৯
চলচ্চিত্রে কাজ করছেন প্রায় এক দশক হয়। ‘পোড়ামন’ সিনেমা দিয়ে তিনি দর্শক মাতিয়েছেন। কাজ করেছেন ‘জান্নাত’সহ আরও বেশ কিছু আলোচিত সিনেমায়। মাহির বিপরীতে ‘জান্নাত’-এ অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করে নিয়েছেন। বলছি চিত্রনায়ক সাইমন সাদিকের কথা।
তবে দীর্ঘ এ ক্যারিয়ারে কখনোই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি তাকে। সেই অপূর্ণতা পূরণ হলো নায়কের। সম্প্রতি তিনি প্রথমবারের মতো বিজ্ঞাপনে অংশ নিলেন। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনে দেখা যাবে সাইমনকে। এখানে তার সহকর্মী হিসেবে দেখা যাবে পূর্ণিমা বৃষ্টিকে।
- ট্যাগ:
- বিনোদন
- বিজ্ঞাপন
- অভিনেতা
- সায়মন সাদিক