You have reached your daily news limit

Please log in to continue


রেলের কর্মকর্তার গাড়ি মেরামতে অস্বাভাবিক ব্যয়

বাজারে সেরা মানের একেকটি ব্রেক সুর দাম সাড়ে ১৩ হাজার টাকা। অথচ একই জিনিস রেলের একটি পাজেরো গাড়ির জন্য কেনা হয়েছে প্রায় ৪০ হাজার টাকা দরে। এয়ার ক্লিনার ফিল্টারের দাম বড়জোর ২ হাজার টাকা। কিন্তু কেনা হয় প্রায় ১৩ হাজার টাকায়। ভালো মানের মবিল ফিল্টারের বাজারদর যেখানে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা, রেলের ওই গাড়িতে লাগানো এই জিনিসের দাম দেখানো হয়েছে প্রায় ২৬ হাজার টাকা। এভাবে বাজারদরের কয়েক গুণ দামে ক্লাচপ্লেট, ডিজেল ফিল্টার, রিকন্ডিশন্ড ইঞ্জিন, পপুলার শ্যাফটের কলকি ও গিয়ার বক্সের মাউন্ট কেনা হয়েছে রেলের পশ্চিমাঞ্চলে। সব মিলিয়ে একটি মিতসুবিশি পাজেরো গাড়ি মেরামতের পেছনেই ব্যয় হয়েছে সাড়ে ৮ লাখ টাকার বেশি। মেরামতের যে বিল পাস করা হয়েছে, তা থেকে এসব তথ্য জানা গেছে। মেরামত করা গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৬১৯৩। এটি ব্যবহার করছেন লালমনিরহাট অঞ্চলের রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম)। এই মেরামতপ্রক্রিয়া সম্পন্ন করেছে রেলের সরঞ্জাম নিয়ন্ত্রকের (পশ্চিম) দপ্তর। এর তৎকালীন প্রধান ছিলেন বেলাল হোসেন সরকার। বর্তমানে তিনি সরঞ্জাম নিয়ন্ত্রকের (পূর্ব) দায়িত্ব পালন করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন