কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষক বিক্ষোভের জের, প্রধানমন্ত্রীকে দুষে আত্মঘাতী পঞ্জাবের আইনজীবী

আনন্দবাজার (ভারত) নয়া দিল্লি প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী এক আইনজীবী আত্মঘাতী হলেন। পঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। রবিবার টিকরি সীমানার কাছে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে সুইসাইড নোট লিখেছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রাণ দিলেন। তাঁর বক্তব্য, ৩টি কৃষক আইন করে সরকার সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে তঞ্চকতা করেছে। এর ফলে কর্পোরেট শ্রেণি উপকৃত হবে। কৃষকরা আরও বঞ্চিত হবেন।

তিনি আত্মহত্যা করছেন, সেই কারণে যাতে এর পর সরকার কৃষকদের কথা শোনে। ওই সুইসাইড নোটের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন অমরজিৎ। অভিযোগ করেছেন, ‘তিনটি কৃষি আইন করে কর্পোরেট পুঁজির হাত শক্ত করেছেন মোদী। এই আইনের ফলে কৃষকদের আরও দুর্দশা বাড়বে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও