রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার দাবি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র ২০বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপি সম্মেলনে রাজশাহী ছাড়াও বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের পরিবেশ সম্পর্কে ধারণাপত্র পাঠ করা হয়। এতে বলা হয়, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর লাগাতারভাবে নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে হস্তচালিত টিউবওয়েলে এমন কি তারা পাম্পেও পানি ওঠে না। পুকুর বা খালে খরা মৌসুমে পানি থাকে না। সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির অধিক ব্যবহারের কারণে ভূমির ওপরের স্তর লৌহ ও অন্যান্য রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হচ্ছে। ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে।