বেলারুশে জনাকীর্ণ কারাগারে সংক্রমণ বৃদ্ধি, কর্তৃপক্ষ শুনেও উদাসীন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) বেলারুশ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:১৫

বেলারুশ থেকে পাওয়া খবরে জানা যায়, বর্তমানে সেখানকার কারাগারগুলি সরকার বিরোধী প্রতিবাদকারীদের দিয়ে পূর্ণ,যেখানে আটককৃতদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়লে, কারাবন্দিরা সংক্রমণের কথা কর্তৃপক্ষের কাছে জানানI তবে কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেন নি, বরঞ্চ সংক্রমণ ছড়াতে উৎসাহিত করেছেনI

মুক্তিপ্রাপ্ত একজন সক্রিয়বাদী জানান, জনাকীর্ণ সেলগুলিতে কারাবন্দিরা পর্যাপ্ত বায়ু চলাচল পয়োনিষ্কাশন, মৌলিক সুযোগ-সুবিধা বা চিকিৎসা সেবা থেকে এখন বঞ্চিতI কাস্তুস লেসেটস্কি নামের একজন গায়ক, প্রতিবাদে অংশ নেয়ায়, যাকে আটক করা হয়, ৮ দিন হাজতবাসের পর তাঁর উচ্চ মাত্রার সংক্রমণ ও দ্বিগুন নিউমোনিয়া ধরা পড়েI

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও