ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
বগুড়ার শেরপুরে সরকারি স্কুলের গাছ কাটার অভিযোগ উঠেছে আহসান হাবিব নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছগুলো নিজের দাবি করে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) থেকে শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাটেন।
আহসান হাবিব উপজেলার সুঘাট ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা এই নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী।
ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম রব্বানী বলেন, ১৯৯০ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারিভাবে ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ রোপণের জন্য দেয়া হয়। এরই ধারাবাহিকতায় এই বিদ্যালয়টিতেও ওই পরিমাণ গাছ লাগানো হয়। বর্তমানে গাছগুলো বেশ বড় ও দামি হয়েছে।
কিন্তু জোরগাছা গ্রামের আহসান হাবিব ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের সরকারি গাছগুলো কাটা শুরু করেছেন। কাউকে তোয়াক্কা করছেন না তিনি। মানছেন না কোনো নিয়ম। তার কাছে আমরা সবাই অসহায় বলেও মন্তব্য করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.