কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতকে চোখ রাঙাচ্ছে ৮৮ বছরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

প্রথম আলো মেলবোর্ন প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

ক্রিকেটীয় শক্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। কিন্তু হারজিতের পাতা তা বোঝে না। নির্মম সত্যটাই লেখা থাকে সেখানে। যেমন ধরুন, এ বছর টেস্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, ভারত এখনো অপেক্ষায়!

করোনা মহামারিতে এবার খেলার মাঠে খেলা সেভাবে গড়ায়নি। ক্রিকেট মাঠে যেমন এ পর্যন্ত ১৯টি টেস্ট মাঠে গড়িয়েছে (নিষ্পত্তি হওয়া ম্যাচ)। কাল ভোরে মেলবোর্নে বক্সিং টেস্ট খেলতে নামার আগে এ সময় পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলতে পেরেছে ভারত। এই তিন টেস্টই তারা খেলেছে প্রতিপক্ষের মাটিতে।

গত ফেব্রুয়ারিতে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই হারে ভারত। আর চলতি অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্টে বাজে হার দেখতে হয় বিরাট কোহলির দলকে। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে হয় কোহলির দলকে। মেলবোর্ন টেস্টের আগেও অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড চোখ রাঙাচ্ছে ভারতকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও