এম এ হাসেম বনানী কবরস্থানে সমাহিত

প্রথম আলো বনানী কবরস্থান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

জুমার নামাজের পর এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার বাবার জন্য সবার কাছে ক্ষমা চান। কারও দেনা–পাওনা থাকলে তাঁর সঙ্গে দেখা করার কথা বলেন। বাবার আত্মার মাগফিরাতের জন্য তিনি সবার কাছে দোয়া চান। এরপর এম এ হাসেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কিছু লোক অংশ নিতে না পারায় পরে বেলা সোয়া দুইটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর লাশ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দাফন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও