অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ইরানী নাগরিক গ্রেফতার
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নাসির সাইয়া নামে এক ইরানী নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নাসির ইরানের তেহরান শহরের ফেরাল্ড ফজেএক এলাকার হামিদ সাইয়ার ছেলে।
বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, খোশালপুর বিওপি’র একটি টহল দল গোপনে খবর পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে। বিজিবি’র জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছেন, একটি দালাল চক্র জাহাজে করে তাকে বাংলাদেশে নিয়ে আসে। ওই দালালরা তাকে ফের ভারত হয়ে ইউরোপের দেশে পাঠানোর কথা বলে এই সীমান্তে নিয়ে আসে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১১ মাস, ২ সপ্তাহ আগে