দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৯৩ তম দিনে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৪৭ শতাংশ। গতকাল যা ছিল ৮৮ দশমিক ২৬ শতাংশ।
এদিন শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। গতকাল যা ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন, মারা গেছেন ২০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৫ জন।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৩ হাজার ৫১০টি নমুনা সংগ্রহ করা হয়।আগের কিছু নিয়ে পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ) করা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি নমুনা। সরকারী ব্যবস্থাপনায় ২৫ লাখ ২ হাজার ৩৬৬টি পরীক্ষা করা হয়, অন্যদিকে বেসরকারী ব্যবস্থাপনায় ৬ লাখ ৪৬ হাজার ৯৮২টি পরীক্ষা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.