৪০ এর আগেই মেনোপজ? যেসব সমস্যা হতে পারে শরীরে
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১১:২৫
অকাল মেনোপজ বলতে ৪০ বছরের আগে স্থায়ী মেনোপজকে বোঝানো হয়। তবে আপনি জেনে অবাক হবেন যে এই মেনোপোজ ২৫ বছর বয়সেও হতে পারে।
আপনার ডিম্বাশয় যদি ৪০ বছর বয়সের আগে হরমোন তৈরি বন্ধ করে দেয় এবং এভাবে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে অকালেই হতে পারে মেনোপোজ। প্রাকৃতিকভাবেই এটি হতে পারে এর সাথে পরিবেশগত কারণের কোন সম্পর্ক নেই।