নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক থাকছেন দীন মোহম্মদই
বিডি নিউজ ২৪
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৮
জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আরও তিন বছর একই দায়িত্বে রাখছে সরকার। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে বাড়িয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্বে আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ দীন মোহাম্মদ। তিনি ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। ১৯৯৬ সালে তিনি ওই কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগ দেন। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।