You have reached your daily news limit

Please log in to continue


কেউ আমাকে সাক্ষ্য দিতে বলেনি: বন্যা

অভিজিৎ রায় হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিতে বাংলাদেশের কেউ তার সঙ্গে সরাসরি ‘যোগাযোগ করেনি’ বলে জানিয়েছেন রাফিদা আহমেদ বন্যা। যুক্তরাষ্ট্র প্রবাসী বন্যা বুধবার এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “কেউ আমাকে সাক্ষী দিতে বলেনি, বাংলাদেশের কেউ সরাসরি জানতে চায়নি বা আমাকে জানায়নি কী হয়েছিল সেদিন, কাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, কাদের আমন্ত্রণে সেদিন আমরা মেলায় গিয়েছিলাম…” ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় নিহত হন বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। ঘটনার পরদিন শাহবাগ থানায় তার বাবা প্রয়াত অধ্যাপক অজয় রায়ের করা মামলার বিচার চলছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ চলার মধ্যে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার জাকির বলেছিলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও’ নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা মামলায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন