গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও দুপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় সেটি জনগণের কোনো কাজে আসছে না। সেতুর দুই পাশে সংযোগ সড়ক স্বাভাবিক না থাকায় যানবাহন তো দূরের কথা, মানুষ চলাচলই করতে পারছে না। ফলে সেতুটি এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। লোকজন চলাচল করছে সেতুর নিচ দিয়ে। বর্ষাকালে কলা গাছের ভেলায় পারাপার হতে হয় ওই জায়গাতে।
২০১৬-১৭ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩২ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া ও সদর উপজেলা বোয়ালী ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের যোগসূত্রের জন্য সেতুটি নির্মাণ করা হয়। ২০১৭ সালের ১৭ জুন সেতুটি উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। সেতুটি নির্মাণকালে দুই পাশে সংযোগ সড়ক তৈরি না করায় তখন থেকেই চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.