ছয় মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই হবে: বিএসইসি চেয়ারম্যান

বার্তা২৪ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭

আগামী ছয় মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তিনি বলেন, ‘বিএসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেবে। অনেক দুষ্টু শক্তি পুঁজিবাজার নিয়ে নানা সময় খেলা করেছে। তবে খেলার সময় শেষ হয়ে আসছে।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে বিএসইসি’র কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যানডেমিক’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে প্রকাশিতব্য নতুন দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’। অনুষ্ঠানে দৈনিকটির অনলাইন ভার্সনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও