ছেলে সেজে বীর মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

ডেইলি বাংলাদেশ ছাতক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪০

সুনামগঞ্জে ছাতকে ছেলে সেজে এক বীর মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন ও আত্মসাৎ করায় এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার সন্ধ্যায় ওই উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সন্তোষ পাল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের সাধন পালের ছেলে।

জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের পরিমল পাল একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরই তিনি ও তার দুই ভাই ভারতে চলে যান। দেশে পরিমল পালের স্ত্রী-সন্তান কেউ নেই। এই সুযোগে এ বীর মুক্তিযোদ্ধার ছেলে সেজে দুই লাখ ১০ হাজার টাকা ভাতা উত্তোলন ও আত্মসাৎ করে সন্তোষ পাল। তার মা রেনু বালা পাল জীবিত থাকলেও উত্তরাধিকার সনদে মাকে মৃত দেখিয়ে অন্যের ভাতা উত্তোলন ও আত্মসাৎ করে সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও