![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F98b82cf4-1b76-43a4-a12c-8eb3cb5d01d5%252Fae7355d6-91ad-45cd-bd21-e5b95762ea6d.jpg%3Frect%3D0%252C11%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মিথ্যা বলে গ্যাঁড়াকলে সাবেক প্রধানমন্ত্রী আবে
গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সংসদে ১১৮ বার মিথ্যা বক্তব্য দিয়েছেন। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই মিথ্যা বক্তব্য দেন। এতে গ্যাঁড়াকলে পড়েছেন তিনি।
দ্বিকক্ষবিশিষ্ট জাপানি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গবেষণা ব্যুরো জানিয়েছে, সংসদের উভয় কক্ষের পূর্ণাঙ্গ অধিবেশন ও বাজেট প্যানেলের বৈঠকে রাখা প্রশ্নের যেসব উত্তর আবে দিয়েছেন, তা গুরুত্বসহকারে পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। জাপানের সবচেয়ে বড় বিরোধী দল সাংবিধানিক গণতান্ত্রিক পার্টির আবেদনের ভিত্তিতে আবের বক্তব্য পরীক্ষা করে দেখা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংসদ
- ভাষণ
- মিথ্যা কথা
- শিনজো আবে