ভাস্কর্যে রাখি মনে গৌরবের স্বাধীনতা
অনেক আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। সেটার ওপর ভিত্তি করেই আজকের উন্নয়নের পথ সুগম হয়েছে ছোট কিন্তু প্রচণ্ড সম্ভাবনার এই ছোট্ট দেশটির। আমার গৌরবের বাংলাদেশ। পরবর্তী প্রজন্ম শুধু বই পড়ে ইতিহাস জানবে, তা তো না। একটা জিনিস দেখে এবং পড়ে যত দ্রুত হৃদয়ে স্থান দেওয়া যায়, তার সঙ্গে শুধু পড়ে জানার তুলনা চলে না।
স্বাধীনতা–পরবর্তী গড়া কিছু অসাধারণ ভাস্কর্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছি তাই আজকে। আমার পুত্র–কন্যাকেও দেখাতে নিয়ে গেছি কোনো কোনো ভাস্কর্য, যা দেশের ইতিহাসের হৃদয়ঙ্গম করার প্রতি তাদের আগ্রহ শতগুণ বাড়িয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বাধীনতা
- উন্নয়ন
- ভাস্কর্য
- গৌরবময় সময়