ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে অভিযোগ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ ও ভর্তি বাণিজ্যের অভিযোগ তুলে এর বিচার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অভিভাবক ফোরাম। অধ্যক্ষ ও একজন শিক্ষক প্রতিনিধির মাধ্যমে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র টেম্পারিং (জালিয়াতি) করার ঘটনা প্রমাণিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলে ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে।
গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো অভিযোগে বলা হয়েছে, গত ৭ নভেম্বর ভিকারুননিসার অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া ও শিক্ষক প্রতিনিধি ফাতেমা যোহরা হক প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার একটি উত্তরপত্রে ঘষামাজা করে নম্বর বাড়িয়ে দেন। পরে গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমানের নির্দেশে এ ঘটনা তদন্ত করে তার সত্যতা পাওয়অ যায়, যদিও দুই মাস পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ অপরাধের জবাব চেয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ওই দুই শিক্ষককে শো’কজ (কারণ দর্শানোর) নোটিশ দেয়া হয়।