![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/12/23/ccaf478328471f4f7c1a07f35b6727e1-5fe336634ad18.jpg?jadewits_media_id=705306)
ওজন কমাতে চাইছেন? এগুলো রাখুন পাতে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:০৫
বাড়তি মেদ আমাদের অনেকেরই দুশ্চিন্তার কারণ। মেদ ঝরাতে নিয়মিত শরীরচর্চা ভীষণ জরুরি। পাশাপাশি খাদ্য তালিকায় রাখা চাই এমন খাবার যা শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে ও অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখবে। ক্যালোরি ক্ষয় করতেও এসব খাবারের জুড়ি নেই। জেনে নিন বাড়তি ওজন থেকে মুক্তি পেতে চাইলে কোন খাবারগুলো রাখা চাই খাদ্য তালিকায়।