শ্রীপুরে ২ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খান এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র দাখিলের সময় এই দুই প্রার্থী উপজেলা পরিষদ চত্বরে সমর্থকদের নিয়ে শোডাউন ও সভা করেছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.