হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চরম হঠকারী : ছাত্রদল
আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত ও এক পাক্ষিক সিদ্ধান্ত বলে অ্যাখ্যায়িত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে এ কথা উল্লেখ করেছে তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সেশনজট ও ৪৩তম বিসিএস পরীক্ষার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর থেকে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর মতামত ও অনুরোধকে উপেক্ষা করে, পরীক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা না করে, আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্তকে চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত এবং একপাক্ষিক সিদ্ধান্ত বলে মনে করে ছাত্রদল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.