![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/12/31/news-years-baby-unicef-311219-01.jpg/ALTERNATES/w640/news-years-baby-unicef-311219-01.jpg)
চুয়াডাঙ্গায় শীতজনিত রোগ আক্রান্ত দুই নবজাতকের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত দুই নবজাতক মারা গেছে।বুধবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুই নবজাতক মারা যায়।
এরা হল, সদর উপজেলার বোয়ালমারি গ্রামের দিবাকর কুমারের চার দিন বয়সী ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুই দিন বয়সী ছেলে সোয়াইদ।