রাজনৈতিক দান থাক গোপনই: কমিশন
রাজনৈতিক দলগুলিকে কারা টাকা দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করাটা ‘জনস্বার্থের বিষয় নয়’ বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য কমিশন। এ ব্যাপারে তথ্যের অধিকার আইনে আনা একটি আর্জিকে খারিজ করতে গিয়ে কমিশন এ কথা বলেছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু শাখা থেকে নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য করা যায়। কারা, কোন কোন রাজনৈতিক দলগুলিকে কত দান করেছেন— সেই তথ্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে জানতে চেয়েছিলেন পুণের এক আরটিআই কর্মী বিহার দুর্বে। কিন্তু সেই তথ্য দিতে অস্বীকার করে ব্যাঙ্ক। ওই আরটিআই কর্মী তার পরে কেন্দ্রীয় তথ্য কমিশনের সামনে বিষয়টি নিয়ে আসেন। যুক্তি দেন, রাজনৈতিক দলগুলির স্বার্থ দেখার বদলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উচিত ছিল মানুষের স্বার্থ দেখা। স্বচ্ছতা ও দায়বদ্ধতার কথা ভেবেই এই তথ্য জানানোর পক্ষে সওয়াল করেছিলেন দুর্বে। কেন্দ্রীয় তথ্য কমিশন অবশ্য সে কথা মেনে নেয়নি।