![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/B4BD/production/_116196264_87cf5053-6753-44a5-b5a4-d0054e19b29b.jpg)
মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুমকি হেফাজতে ইসলামের
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ২১:০৯
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং 'আলেমদের উদ্দেশ্যে কটু মন্তব্য' বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে ২৮জন আলেম স্বাক্ষর করেছেন।
এই বিবৃতি দেয়া হলো এমন সময় যখন ভাস্কর্য ইস্যুতে অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে ইসলামী দলগুলোর একটি অংশ ও সরকার।