![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F790803e4-789d-47ec-9c95-e61f73c1ca33%252Fhildren_birth.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম
শেরপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তাঁর নাম রোজিনা বেগম (২৫)। রোববার সন্ধ্যায় শেরপুর শহরের রাজাবাড়ী (তিনআনী বাজার) এলাকার ফিরোজা-মর্তুজ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই তিন সন্তান প্রসব করেন।
গৃহবধূ রোজিনা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সরকারপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।