You have reached your daily news limit

Please log in to continue


দু’বছরে তেলে লগ্নি আরও ৪২৫ কোটি

অশোকনগর প্রকল্প থেকে তোলা তেল বাণিজ্যিক ভাবে বিক্রি আগেই শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। উত্তর ২৪ পরগনায় রাজ্যের প্রথম তেল-কূপ প্রকল্পকে রবিবার জাতির উদ্দেশে সমর্পণ করলেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরোদস্তুর বাণিজ্যিক তেল উত্তোলনেরও। রাজ্যে ভোটের মুখে মন্ত্রীর দাবি, প্রকল্পে কাজে অগ্রাধিকার পাবেন স্থানীয়েরা। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে বহু জনের। বাড়বে রাজ্যের আয়। এর পরে বাণিজ্যিক ভাবে গ্যাসের উপাদনও শুরু হলে, পাল্টে যাবে এলাকার আর্থ-সামাজিক ছবি। যদিও প্রকল্প এলাকায় জমিহারাদের অভিযোগ, ক্ষতিপূরণ এবং চাকরির দাবি সরাসরি ধর্মেন্দ্রর কাছে জানাতে চাইলেও, মন্ত্রীর কাছে ঘেঁষতেই দেওয়া হয়নি তাঁদের। এ দিন ধর্মেন্দ্র জানান, এ পর্যন্ত অশোকনগরে ৩৩৮১ কোটি টাকা ঢেলেছে ওএনজিসি। আগামী দু’বছরে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের জন্য কূপ খননে আরও ৪২৫ কোটি লগ্নি করবে তারা। ওএনজিসি কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালের মধ্যে খনন করা হবে আরও চারটি কূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন