অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে করা মামলা কেন ঢাকায় স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (২০ ডিসেম্বর) এ মামলায় দুদকের করা আবেদন শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ। ২০১৯ সালের ৫ আগস্ট দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার দুই আসামি নাজমুন নাহার তার আলমগীর হোসেনের স্ত্রী এবং আফরোজা আক্তার তার বোন। অপর আসামির নাম বিজন ভৌমিক।
এ বিষয়ে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, ‘মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। এই মামলায় দুদক ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেছে। আজকে হাইকোর্ট মামলাটি ঢাকায় স্থানান্তরের রুল জারি করেছেন এবং মামলার কার্যক্রমের উপরে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.