You have reached your daily news limit

Please log in to continue


কে এই রায়ান, ইউটিউব থেকে আয় ২৫১ কোটি টাকা

বসয় মাত্র নয় বছর। রায়ান কাজী নামের এই শিশুর আয় শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। এই বয়সে এ বছরে তার পকেটে আছে ২৯ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর টাকায় ২৫১ কোটির বেশি (১ ডলার সমান ৮৪.৮১ টাকা ধরে)। ২০২০ সালের সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকার সবার ওপরে আছে আমেরিকান ওই স্কুলছাত্র। রায়ান কাজী যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকে। তবে যাঁদের ইউটিউবে নিয়মিত যাতায়াত, তাঁরা অবশ্য রায়ান সম্পর্কে জানেন। রায়ানের এ কীর্তি তাঁদের কাছে নতুন নয়। দুই বছর আগে ২০১৮ সালেও সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারের তকমা ছিল রায়ানের কাছে। ২০১৭ সালেও সাত বছর বয়সেও ইউটিউব থেকে আয়ে সবাইকে চমকে দিয়েছিল রায়ান। গত বছর ইউটিউব থেকে রায়ানের আয় ২৬ মিলিয়ন ডলার। একই ধারাবাহিকতা এ বছরও বজায় রেখে আয়ে ইউটিউবারদের সবার ওপরের জায়গাটা টানা তৃতীয়বারের মতো নিজের কাছেই রেখেছে ওই খুদে বিস্ময়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন