নির্মিত হচ্ছে মাদার টেরেসার জীবনী চলচ্চিত্র । তাঁর জীবনের চড়াই উতরাই, টানা পোড়েন, সবটাই থাকছে এই চলচ্চিত্রে। আর সেই ফিল্মে র শুটিং-ই শুরু হল কলকাতায় । মাদার তেরেসার বায়োপিক যখন তখন কলকাতা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ অংশ ছবির চিত্রনাট্যে। কারণ, এই মানবসেবী ধর্মযাজিকা তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন এই শহরে। কাজেই তাঁর বায়োপিকের শুটিংয়ের লোকেশন তালিকায় কলকাতার নাম যে থাকবেই, তা বলাই বাহুল্য।
ছবির নাম- ‘কবিতা অ্যান্ড টেরেসা’ । ইংরেজি ভাষায় তৈরি হবে পূর্ণদৈর্ঘ্যের এই চলচ্চিত্র। পরিচালনায় আছেন কমল মুসাল। আন্তর্জাতিক মহলে সমাদৃত এই চলচ্চিত্র নির্মাতা শুটিংয়ের জন্য ইতোমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। বায়োপিকটিতে অভিনয় করবেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ, ‘অক্টোবর’ খ্যাত বণিতা সান্ধু ও বলিউড অভিনেত্রী দীপ্তি নাভাল। জ্যাকলিনকে এই ছবিতে মাদার তেরেসার ভূমিকায় দেখা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.